মোঃ মুক্তাদির হোসেন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে আসন্ন ঈদুল আযহায় কুরবানির পশুর দানকৃত চামড়া সংরক্ষনে উপজেলার মাদ্রাসা গুলোতে বিনামুল্যে লবণ সরবরাহের প্রশংসনীয় উদ্দ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। চামড়ার হক যেন এতিম-দরিদ্রদের কাছে পৌঁছায়’-এই মহৎ উদ্দেশ্যে আসন্ন ঈদুল আজহায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোরবানির পশুর চামড়া সংরক্ষণে ৩০ হাজার মেট্রিক টন লবণ বিনামূল্যে সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লবণ বিতরণ করা হবে দেশের বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে। লবণ মিল মালিকদের কাছ থেকে এসব লবণ সংগ্রহ করা হবে। এছাড়া আড়তদারদের অনেকেই তাদের কাজে নিয়োজিত মৌসুমী ক্রেতাদের কাছে লবন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। গত মৌসুমের চেয়ে এবার বেশী চামড়ার আমাদানি হওয়ার আশা করছেন কালীগঞ্জ উপজেলার চামড়া শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা।

চামড়ার আড়তগুলোতে কোরবানীর ঈদকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধোয়া-মোছাসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে আড়তদার ও শ্রমিক -কর্মচারীরা সকলেই ব্যস্ত সময় পার করছেন। ব্যবসায়ীদের অনেকেই ট্যানারি মালিকদের কাছে থেকে আগাম পুঁজি লগ্নির আশায় ঢাকায় গিয়েছেন। এবারও লবনের দাম বৃদ্ধিতে চামড়া সংরক্ষনে খরচ বেড়ে যাওয়ার শংকায় রয়েছেন অনেকেই।

কালীগঞ্জ পৌর প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, কালীগঞ্জে চামড়া মোকামে লবণের দাম স্থিতিশীল রাখাসহ চামড়া পাচার রোধে ব্যাপক প্রস্তুতি রয়েছে। এছাড়া উপজেলার মাদ্রাসা গুলোতে দানের গরু ও খাসীর চামড়া সংরক্ষনে বিনামুল্যে লবণ সরবরাহ করাসহ চামড়া আনা নেয়ার সময় যানজটমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও বিসিক এই লবন বিনা মুল্যে সরবরাহ করবে।

আজ মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা চত্বর প্রাঙ্গনে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাদ্রাসা সমুহের মাঝে লবণ বিতরণ করা হয়। চামড়া বেচা কেনা করতে আসা ব্যবসায়ীদের নিরাপত্তায় আইনশৃংখনা বাহিনী নিয়োজিত থাকবে। ইতিমধ্যে ব্যবসায়ীসহ চামড়া শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টদের সাথে বৈঠক করা হয়েছে। এছাড়া চামড়া মোকাম পরিদর্শন করা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন। এবার তাপ প্রবাহ বেশী হওয়ায় কাঁচা চামড়া ক্রেতাদের দ্রুত লবন দিয়ে চামড়া সংরক্ষন করা সহ ছায়ায় রাখার পরামর্শ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ সাংবাদিকদের বলেন চামড়া পরিবহন এর কোন ট্রাক ঈদের দিন থেকে ঈদের পড়ে ৭ দিন ঢাকা ডুকবে না, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন কে টহলকারী পুলিশকে সর্তকতার সহিত বিভিন্ন চেক পোস্টে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দেন।