বিজয় কর রতন
কিশোরগঞ্জের মিঠামইনে বন্ধুদের নিয়ে খেলা করতে গিয়ে বর্ষার পানিতে ডুবে মোহাম্মদ ওসামা (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের পূর্ব ঢাকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ ওসামা পূর্ব ঢাকী গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ওসামার বাড়ি-সংলগ্ন জায়গা বর্ষার পানিতে প্লাবিত হয়েছে। আজ বিকেলে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার একপর্যায়ে ওই পানিতে ডুবে যায় সে। দীর্ঘসময় ওসামাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বজনেরা ওসামাকে পানি থেকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রায় তিন মাস আগে ওসামার বাবা সোহেল মিয়া মারা যান।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

