
আজ মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য গঠনের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, আমরা জুলাইয়ের মধ্যেই একটি সমন্বিত ‘জুলাই সনদ’ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেয় প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।
ড. আলী রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে ঐকমত্যের আহ্বান জানানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস করার প্রস্তাব রয়েছে কমিশনের সুপারিশে।
তিনি আরও জানান, আলোচনার এই পর্যায়ে আলাদাভাবে নয়, বরং সম্মিলিত মতামতের ভিত্তিতে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান খুঁজে বের করাই লক্ষ্য। এ জন্যই দ্বিতীয় দফার এই আলোচনা পর্ব।
আলোচনা ঘিরে চারটি মূল বিষয় উঠে আসে—সংবিধানের ৭০ অনুচ্ছেদ (দলের বিপক্ষে ভোটের বিধান), সংসদীয় স্থায়ী কমিটির কার্যকারিতা, জাতীয় সংসদের নিম্ন কক্ষে নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে কমিশনের সুপারিশ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.