নিউজ ডেস্ক
মাত্র কয়েকমাস হলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর যাত্রা। এর ভিতরে ই সাধারণ জনগণের আস্থায় পরিনত হচ্ছে নতুন রাজনৈতিক দল-এনসিপি। নতুন রাজনৈতিক দল-নতুন রাজনৈতিক বন্দোবস্তো নিয়ে মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছে তার নেতাকর্মীগণ!

ইতোমধ্যে তারা সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। কাজ করে যাচ্ছেন নিরবে-নিবৃতে। দেশ-জাতী গঠনে ভূমিকা রাখছেন অতুলনীয়। অতি মমতার সাথে নতুন রাজনৈতিক দল ডাক নিয়ে প্রত্যন্ত অঞ্চলে; জড়িয়ে ধরছেন বুকে; সমাধান করে দিচ্ছেন আবেদনকৃত নানান সমস্যা। ঘুরে ফিরে দেখছেন মানুষের সার্বিক অবস্থা।
জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে নরসিংদীর মাটি হয়ে উঠছে প্রাণবন্ত। জনসাধারণের দোরগোড়ায় পৌঁছাতে তারা নানা ধরণের মানবিক ও অংশগ্রহণমূলক কাজ করছেন অকাতরে। জুলাই বিপ্লবের অন্যতম একটি অংশ হতাহত পরিবারের খবরাখবর নিচ্ছেন প্রতিনিয়ত।

ঈদুল আজহায় এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক, নরসিংদী জজ কোর্টের নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও নরসিংদী সদর আসনে সংসদ পদপ্রার্থী এড. শিরিন আক্তার শেলি নিজ দায়িত্ব পৌঁছে দিয়েছেন ঈদ উপহার সামগ্রী এলাকার অসহায়-দুস্থদের মাঝে ঈদের পূর্বেই; যাতে করে ঈদের আনন্দ ভাগাভাগি করা যায়।

নরসিংদী-২ আসন পলাশের সংসদ পদপ্রার্থী সারোয়ার তুষার ঈদ আনন্দ ভাগাভাগি করতে কয়েকটি আবাসিক এতিমখানায় পৌঁছে দিয়েছেন ঈদ উপহার সামগ্রী হিসাবে খাসি। শহীদ পরিবারে ও পাঠিয়েছেন ঈদ উপহার হিসাবে খাসি পাঠিয়েছেন।
ঈদ পরবর্তী ঘোড়াশাল চামড়াব হাফিজিয়া মাদরাসায় গিয়েছেন সৌজন্য সাক্ষাৎ এ।
এসময় মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সাথে তিনি ভাব বিনিময় করেন। তাদের খবারাখবর নেন। এসময় তার সাথে এনসিপির জেলা সংগঠক আওলাদ হোসেন জনিসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
