মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে ৫৪ পিস ইয়াবাসহ ফারুকুজ্জামান ওরফে ফারুক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। সোমবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ৫৪ পিস ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করে। ফারুক ফুলপুর পৌরসভার চর কাজিয়াকান্দা গ্রামের মৃত ইদ্রিস আলী সরকার ও আয়শা আক্তারের পুত্র।
এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ফারুকের নামে ফুলপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

