
রেস্টুরেন্টের টিস্যু চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ঘন্টা সরাইল লাখাই সড়কে যান চলাচল বন্ধ ছিল। সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, সরাইলের সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেষ্টুরেন্ট গড়ে উঠেছে। সেখানে এরাবিয়ান ফুচকা হাউস নামে একটি প্রতিষ্ঠানে কুট্রাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু পেপার চান। তখন রেষ্টুরেন্টে স্টাফ জানান টিস্যু পেপার শেষ হয়ে গেছে। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তা সমাধান করতে আসলে রেষ্টুরেন্টের মালিক মুজিবুর রহমানের সাথে রাব্বির বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে কুট্রাপাড়া ও পাঠানপাড়া দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে তারা টর্চ লাইটের আলো সহ বিভিন্ন আলো জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায়। এ সময় উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় সরাইল-লাখাই আঞ্চলিক সড়ক রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটক চলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। কাউকে আটক করা যায়নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.