
পিকআপে অভিনব পদ্ধতিতে গাজা পরিবহনকালে ১১৯ কেজি ৫'শ গ্রাম গাজা উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ ঘটনায় গাজা চোরাচালানে জড়িত ১ জনকে আটক করা হয়েছে। এসময় গাজা পরিবহনে ব্যবহ্নত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকায় এই অভিযান চালানো হয়। এসময় পিকআপের বডিতে অভিনব পদ্ধতিতে বানানো জায়গা থেকে এসব গাজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি কসবা উপজেলার আড়াইবাড়ি গ্রামের রৌশন আলীর ছেলে মোঃ কালু মিয়া (২৭)।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, ঈদপূর্বাপর তাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। গাজার সাথে আটক আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.