
লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে তাদের একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।এক ফেসবুক পোস্টে তাদের ছবি শেয়ার করে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিক লিখেছেন, রাজা চার্লস দীর্ঘদিন ধরেই প্রফেসর ইউনূসের কাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মাইক্রোক্রেডিট ব্যাংকের পথিকৃৎ হিসেবে দারিদ্র্য বিমোচনে ইউনূসের অনন্য অবদান, সামাজিক ব্যবসার ধারণা প্রচারে তার নিরলস প্রয়াস এবং ‘থ্রি জিরো’ আন্দোলনের মাধ্যমে সভ্যতাকে আত্মবিনাশ থেকে রক্ষার আহ্বান রাজাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
প্রেস সচিব আরও জানিয়েছেন, প্রফেসর ইউনূসের একটি বইয়ের জন্য ভূমিকাও নিজ হাতে লিখেছেন রাজা তৃতীয় চার্লস, যা তাদের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অনন্য দৃষ্টান্ত।
এর আগে এক ভিডিওবার্তায় প্রেস সচিব জানান, তাদের মধ্যে প্রায় আধা ঘণ্টা আলাপ হয়েছে। এতে ড. ইউনূস বাংলাদেশের পরিস্থিতি রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন। এ ছাড়াও তাদের মধ্যে নানা আলোচনা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.