মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন থানা শাখার আওতাধীন শম্ভুপুর দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও ০৬নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৩ জুন ২০২৫, শুক্রবার বিকাল ৩টায় শম্ভুপুর দক্ষিণ ইউনিয়নের এক মনোরম পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন থানা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন। সভাপতিত্ব করেন শম্ভুপুর দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ শামীম আহমেদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সুমন, সদস্য সাকিবুল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এইচ এম হাছনাইন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আদর্শ, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। পরবর্তীতে ০৬নং ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হাফেজ মোঃ মানিক, সহসভাপতি হাফেজ মোঃ ইসারুল, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আরমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মোঃ মনির, দাওয়াহ্ সম্পাদক হাফেজ মোঃ শরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মোঃ ওমর ফারুক, অর্থ ও কল্যাণ সম্পাদক মোঃ নয়ন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আবদুল আহাদ মনোনীত হয়েছেন।

নবনির্বাচিতদের শপথ পাঠ করান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন। এ উপলক্ষে নেতৃবৃন্দের মধ্যে ঈমানি উন্মাদনা ও সংগঠনী উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিশেষে, দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।