নিউজ ডেস্ক

নরসিংদীর রায়পুরায় শতভাগ স্বচ্ছতা ও সকল নিয়মনীতি মেনে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বিতর্কিত ভিত্তিহীন পোস্ট করায় উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ স্থগিত।
নরসিংদীর রায়পুরা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ভিত্তিহীন পোস্ট করায় উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ স্থগিত করেছে প্রশাসন।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ডিলারগণ। তাদের দাবি, শতভাগ স্বচ্ছতা ও নিয়মনীতি মেনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ধরণের অনিয়ম-টাকা লেনদেনপর তথ্য পাওয়া যায়নি। তাই দ্রুত ডিলার নিয়োগ পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।


জানা গেছে, রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। কিন্তু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সাগর তার ব্যক্তিগত ফেসবুকে লেখেন, “রায়পুরা উপজেলার যেসব নেতা ৫০ হাজার থেকে ১ লাখ টাকার বিনিময়ে খাদ্যের ডিলারশিপ লাইসেন্স বিক্রি করেছেন, তাদের মুখোশ শিগগির উন্মোচন করা হবে।”


এই পোস্টের পরিপ্রেক্ষিতে জাতীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আলোচিত-সমালোচিত হলে গত ১১ জুন (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা আপাতত ডিলার নিয়োগ স্থগিত ঘোষণা করেন।


জানাগেছে, স্বৈরাচার শেখ হাসিনার আমলে অসংখ্য গায়েবী মামলার আসামী বার বার কারা বরণকারী পরীক্ষিত ত্যাগী সৎ যোগ্য বিএনপি নেতা রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন বলেন, উপজেলা যুবদলের ওই নেতা বিকারগ্রস্থ। তার পছন্দের লোক নিয়োগ না পাওয়ায় উদ্দেশ্য প্রণোদিত এই অপপ্রচার চালিয়েছে। আমি কারও কাছ থেকে এক পয়সাও নিইনি। যদি প্রমাণ হয়, আমি রাজনীতি ছেড়ে দেব।


বিএনপির ভাবমুর্তিক্ষুন্ন করতে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছেন। এখন থেকে আওয়ামী দোসরদেরকে আর ছাড় দেওয়া হবে না। দলের সকল নেতাকমী ঐক্যবন্ধ হয়ে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদেরকে যে কোন মূল্যে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প। এখানে দলের অনেক নেতৃবৃন্দের সমন্বয় করে স্বচ্ছতার সাথে ডিলার নিয়োগ সুম্পন্ন করেছেন স্থানীয় প্রশাসন।


আওয়ামী লীগের সরকারের দেওয়া একাধিক হয়রানীমুলক মিথ্যা মামলার আসামী কারা নিযাযিত সাবেক ছাত্রদল নেতা, শহীদ জিয়ার সৈনিক রায়পুরা উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু বলেন, ডিলার নিয়োগের বিষয়টি সম্পূর্ণ অফিসিয়াল প্রসেস।


আমার জানামতে, ডিলার নিয়োগের দেওয়ার পুর্বে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতৃবৃন্দের সাথে বার বার পরামর্শ করে উপজলা নির্বাহী অফিসার ডিলার  নিয়োগ দিয়েছেন। এ ব্যাপারে যে অভিযোগ তুলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একটি গোষ্ঠী স্বার্থান্বেষীমহল এর যোগ সাজেশে দলের নেতার্কমীদের বিরোদ্ধে আওয়ামী দোসরা অপপ্রচার করছেন।


শেখ হাসিনার পালিত চিহ্নিত আওয়ামী দোসরদের আর ছাড় দেওয়া হবে না। ষড়যন্ত্রকারী আওয়ামী দোসরদেরকে  কঠোর হাতে দমন করতে হবে। যেখানেই আওয়ামী দোসর পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করতে হবে।  ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী  আওয়ামী দোসরদেকে  আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।


নিয়োগপ্রাপ্ত একাধিক ডিলারগন বলেন, তারা সরকারি সকল নিয়ম নীতি মেনে আবেদনপত্র জমা দিয়ে তারা বিধিমোতাবেক ডিলার নিয়োগ পেয়েছেন। একজন ডিলার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সব কিছু যাচাই-বাছাই করে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে।

ভিত্তিহীন একটি ফেসবুক পোস্টের কারণে যদি ডিলার নিয়োগ বাতিল হয়, সেটা বড় অন্যায় করা হবে। ডিলার নিয়োগ বহাল রাখার জন্য জোর দাবী করা হয়। যথাযথ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত ডিলারদের অবিলম্বেপুনর্বহাল করতে হবে। অপপ্রচারের ভিত্তিতে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি স্থগিত হওয়া সঠিক হবে না। বিএনপির নেতাকর্মীদের বিরোদ্ধে আওয়ামী অপশক্তি কারীদেরকে চিন্থিত করে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি করা হচ্ছে।
ডিলারে নিয়োগ দ্রুত বহাল রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হচ্ছে। ডিলার নিয়োগ নিয়ে তালবাহান চলবে না। অপ্রচারের মাধ্যমে কাউকে আর ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, সকল ডিলার মিলে আওয়ামী দোসরদেরকে কঠুর হাতে  দমন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের ক্ষেত্রে আমরা স্থানীয় সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমেই তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে সংবাদ প্রকাশের পর পরিস্থিতি বিবেচনায় আপাতত ডিলার নিয়োগ স্থগিত রাখা হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা একযোগে দাবি জানিয়েছেন, দলের সকল নেতাকমীরা ঐক্যবন্ধ হয়ে বিএনপির পরিক্ষিত ত্যাগী নেতাকমীদের  বিরোদ্ধে সব ধরনের অপপ্রচার বন্ধ করতে হবে। আওয়ামী দোষরদের অপপ্রচার করলে আর কাউকে  ছাড় দেওয়া হবে না, প্রশাসনের মাধ্যমে আওয়ামী দোসরদেরকে আইনের আওতায় এনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আহবান করা হচ্ছে।