
জুলাই আন্দোলনের এক বছর পূর্ণ উপলক্ষ্যে শোক ও বিজয়ের অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বিএনপির পক্ষে কর্মসূচি পালনের ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এর আগে নয়াপল্টনে বিএনপির কর্যালয়ে বর্ষপূর্তি উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়।


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আহবায়ক ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান সদস্য সচিব করে ৫৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে, কমিটির অন্যান্য সদস্যরা হলেন, খায়রুল কবির খোকন ,হাবিব ঊন-নবী খান সোহেল ,শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি , এ্যাড. আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল , ড. মাহদী আমিন , সুলতান সালাহউদ্দিন টুকু , রকিবুল ইসলাম বকুল ,কাজী ছাইয়েদুল আলম বাবুল ,মাহবুবের রহমান শামীম, এড. সৈয়দ শাহীন শওকত , আসাদুল হাবিব দুলু , আলহাজ্ব জি কে গউস ,অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ,শরিফুল আলম , মিসেস শামা ওবায়েদ , অনিন্দ্য ইসলাম অমিত , মাহমুদ হাসান খান বাবু ,ব্যারিষ্টার রুমিন ফারহানা , আফরোজা আব্বাস , সুলতানা আহমেদ , আতিকুর রহমান রুমন , রফিকুল আলম মজনু , আমিনুল হক , তানভীর আহম্মেদ রবিন , মোস্তফা জামান , আব্দুল মোনায়েম মুন্না ,নুরুল ইসলাম নয়ন , কৃষিবিদ হাসান জাফির তুহিন , শহিদুল ইসলাম বাবুল , এস এম জিলানী , রাজিব আহসান , মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী , রাকিবুল ইসলাম রাকিব , নাছির উদ্দিন নাছির ,আনোয়ার হোসাইন ,নুরুল ইসলাম খান নাসিম ,হেলাল খান ,জাকির হোসেন রোকন ,ইশতিয়াক আজিজ উলফাত , সাদেক খান , আবুল কালাম আজাদ ,হাজী মজিবুর রহমান , আলহাজ্ব মাওঃ কাজী সেলিম রেজা , এড. মাওঃ মোহাম্মদ আবুল হোসেন , এড. ফারজানা শারমিন পুতুল , প্রফেসর শামীমা সুলতানা লাকী , প্রফেসর নাহরীন খান , প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল , প্রফেসর আব্দুল্লাহ আল-মামুন , সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী , সাংবাদিক সাঈদ আব্দুল্লাহ , সাংবাদিক এহসান মাহমুদ , সাংবাদিক সাঈদ খান ও কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
রুহুল কবীর রিজভী বলেন, ৫ জুলাই থেকে এ কর্মসূচি শুরু করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.