
মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় থানায় ব্যবসায়ীর অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উজানিসার (উত্তর পাড়া) এলাকার মৃত আব্দুল বাছির ভূইয়ার ছেলে মোঃ মাহদি হাসান। এঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, মাহদির ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে চলতি মাসের ১৫ই তারিখে অগ্রযাত্রা এক্সক্লুসিভ অনলাইন সংবাদ পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে একযুগে তার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়। লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, সংবাদে ব্যবসায়ীর ছবি এডিটিং এর মাধ্যমে আপত্তিকর ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে দেয়। এতে তাকে মানহানী করার চেষ্টা চালায় এবং তার নামে মিথ্যা মামলা দায়ের করার হুমকী প্রদান করে। সমাজে মানসম্মান নষ্ট করার উদ্দেশ্যে তারা আমাকে এলাকায় প্রতারক হিসেবে চিহ্নিত করতে উঠেপড়ে লেগে আছে। শুধু তাই নয় এলাকা থেকে পালিয়ে গেছে বলে মাহদির নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে।
লিখিত অভিযোগ আরো উল্লেখ করা হয়, এলাকায় বব্যসায়ীর ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো পূর্ব পরিকল্পিত ছক। এবিষয়ে মোঃ মাহদি হাসান বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করিলে ভবিষ্যতে আরো মিথ্যা গুজব ছড়ানো সহ আর্থিক ও শারিরীক যে কোনো বড় ধরনের ক্ষতি করতে পারে তার। এবিষয়ে পুলিশ প্রশাসনের কাছে তদন্তে করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
এসময় তিনি যারা এমন অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এবং তার পরিবারের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রশাসন সহযোগিতা আশা করেন। এঘটনায় ব্যবসায়ী মোঃ মাহদি হাসান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন, সদর উপজেলা উজানিসার (পূর্ব পাড়া), মৃত আবুল খায়ের খলিফার ছেলে মোঃ নোমান খলিফা। উজানিসার (মোহরী পাড়া), মৃত ছাবু খার ছেলে ইলিয়াছ খান। উজানিসার (মোহরী পাড়া), মৃত ফলু খার ছেলে রহমত খান।
স্থানীয়রা জানান, মাহদি হাসান বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে ও সবসময় এলাকার সামাজিক কাজে এগিয়ে আসে। একটি মহল তার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা না পেয়ে তার পিছনে উঠে পড়ে লেগে আছে। এ সময় স্থানীয়রা দাবি করেন, যদি মাহদির কাছ থেকে কোন লেনদেন পেয়ে থাকে তাহলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাছে জানাবে অথবা তার পরিবারের সদস্য রয়েছে। কিন্তু এই ভাবে একজনের নাম দিয়ে অপপ্রচার চালানো এটা একদমই সঠিক নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.