
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র ১০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৫ ঘঠিকার সময় কালীগঞ্জ পৌরসভা চত্বরে বস্তি উন্নয়ন ও দারিদ্র বিমোচনের অংশ হিসেবে প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র বিমোচনের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভা পরিবারের কে ১০টি ছাগল বিতরণ করেন কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।
কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারকে স্বনির্ভর ও আর্থিকভাবে লাভবান করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। তারা যেন ছাগল পালন করে সমাজে আত্মনির্ভরশীল হয়ে স্বচ্ছলভাবে চলতে পারে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেন ভূইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, পৌর প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান,হিসেব রক্ষন কর্মকর্তা দুলাল মোড়ল,লিখন প্রমুখ,।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.