
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জুমার নামাজে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ মেরাজ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী। শুক্রবার (২০ জুন) বাউরা ইউনিয়নের রেলগেট সংলগ্ন মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম থেকে বাউরা-বড়খাতা অভিমুখে বড় মসজিদে জুমার নামাজ আদায় করতে মোটরসাইকেলে যাচ্ছিলেন মেরাজ ও তার বন্ধু অনিক (২০)। পথিমধ্যে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান মেরাজ। গুরুতর আহত অবস্থায় অনিককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত মেরাজ লালমনিরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলিউল ইসলামের ছেলে। আহত অনিক একই এলাকার একরামুল হকের ছেলে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেরাজের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.