
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওযারজোড় ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে প্যানেল চেয়ারম্যান মোঃ ওসমান হোসেন এবং ইউপি সচিব মোহাম্মদ আলমগীর হোসেনকে আটক করেছে যৌথবাহিনী। এ ব্যাপারে আকিনুর নামে এক মহিলা বাদি হযে ৭ জনের বিরুদ্ধে মিঠামইন থানায় আজ শুক্রবার একটি মামলা দায়ের করেন।
জানা যায়, বৃহস্পতিবার (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ইটনা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল কাফির ২৭ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিজিএফ চাল বিতরণে সময় জনপ্রতি এক হাজার টাকা আর্থিক লেনদেন করেছে প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সচিব- এমন সমালোচনা তৈরি হলে দ্রæত ঘটনাস্থলে যৌথ বাহিনীর উপস্থিত হয়ে দুইজনকে আটক করা হয়। আসামী শাহজাহান মিয়া জানান, ৭মাস পূর্বে সাংবাদিক, বিএনপি নেতৃ, আওয়ামিলীগ , জাতীয় পাটির নেতৃ পরিচয়ে সে একটি সেচ স্ক্রীম নিয়ে এলাকায় বিরোধ সৃষ্টি করে। সে স্ক্রীম না পাওয়ায় আক্রোস মুলকভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। তার গ্রামের বাড়ী ভৈরব। ৩য় বারের মতো মৃত কামাল ভূইয়ার সাথে বিবাহ হয়। মামলার বাদীনি আকিনুরকে মোবাই ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর কবির জানান, সেনাবাহিনী দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। জব্দকৃত চাল আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কারী কর্মকর্তা অর্পন কুমার বিশ্বাস মামলা তদন্ত করছেন। আসামীদের কোটে প্রেরন করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.