
আহসানুল হক নয়ন
দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী ফলমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সি তোফায়েল হোসেন, প্রমূখ। এ সময় দেশী নানা জাতের ৮০ পদের ফল প্রদশন করা হয়। এ সময় বক্তারা বলেন, মানুষকে ফল চাষে উদ্বুদ্ধ করার জন্যই এ ফলমেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে সচেতন করা এ ফলমেলার অন্যতম উদ্দেশ্য।

