নিউজ ডেস্ক

পূর্ব শত্রুতার জেরে নরসিংদীর রায়পুরায় একজন থ্রি হুইলার-মিশুক চালককে মারধোর করারঅভিযোগ উঠেছে মুস্তফা আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে এবং এর প্রেক্ষিতে নরসিংদী মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

নরসিংদী মডেল থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, মুস্তফা আহমেদের সাথে একই এলাকার মিশুক চালক আকাশের পূর্ব পরিচয় ছিল এবং সেই সূত্রে ই তার সাথে পারিবারিকভাবে কোন কারণে শত্রুতা ছিল। ঘটনার দিন ১৭ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭. ৩০ এর দিকে মুস্তফা আহমেদসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড়স্থ ডাক বাংলা মোড়ে মিশুক চালক আকাশের পথরোধ করে তাকে ঘিরে ধরে তর্কাতর্কি করার এক পর্যায়ে তাকে অপহরণ করে মুস্তফা আহমেদ এর বাড়িতে নিয়ে যায়।

নরসিংদী মডেল থানায় এজহারের নথি

সেখানে নিয়ে তাকে নানা ভাবে নির্যাতন করে তারা। তাকে হত্যার উদ্দেশ্যে নানা জায়গায় কুপিয়ে জখম করে; তার আত্ম চিৎকারে লোকজন জড়ো হলে তাকে ফেলে তার সাথে থাকা টাকা-পয়সা ও মিশুক নিয়ে চলে যায় তারা।
পরে উপস্থিত জনগণ উদ্ধার করে তাকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং পরে আত্মীয় স্বজনকে জানালে তারা হাসপাতালে এসে ঘটনা জেনে নরসিংদী মডেল থানায় অভিযোগ দায়ের করে উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে।

যথাক্রমে ১.মোস্তফা আহম্মেদ (৪৭), মৃত আহম্মেদ আলী, সাং-গোবিন্দপুর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, এ/পি সাং-পশ্চিম ব্রাহ্মন্দী, থানা ও জেলা-নরসিংদী, ২। জিল্লু প্রধান (২৭), পিতা-শাজাহান, ৩। নয়ন মিয়া (৩৫), ৪। মনির (৩০), উভয় পিতা-মৃত আসাদ মিয়া, ৫। আল-আমিন (২৭), পিতা-মৃত দুলাল মিয়া, ৬। মতিন (৪০), পিতা-মৃত আসাদ মিয়া, ৭। আশিক মিয়া (২৫), পিতা-মতিন, ৮। হিমেল মিয়া (২২), ৯। শিমুল মিয়া (২৮), উভয় পিতা-মৃত-আসাদ মিয়া, ১০। খোকন মিয়া (২৭), ১১। রতন মিয়া (২৫), উভয় পিতা-আলেক মিয়া, ১২।বোরহান মিয়া (৩৫), পিতা-শাজাহান, সর্ব সাং-গোবিন্দপুর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী সহ অজ্ঞাতনামা ৫/৭জনের নাম উল্লেখ করা হয়।
এব্যাপারে আহত মিশুক চালক আকাশের স্ত্রী ও মামলার বাদী জোস্নার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্বামী আকাশের সাথে পূর্ব হতেই তাদের জগড়া ছিল। তা নিয়ে মোস্তফা আহমেদসহ আরো কয়েকজন মিলে তাকে মারধোর করে। এখনো আকাশ নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

উল্লেখ, উক্ত মামলার জেরে প্রধান আসামি মোস্তফা আহমেদকে গ্রেফতার করা হয়।