নিউজ ডেস্ক
শনিবার ২১ জুন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তাদের জন্য দুইদিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে।
তিনি জানান, জাতীয় নির্বাচন নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। তবে তা বাস্তবায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন হবে। নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর।
সিইসি আরও বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে কমিশনের অভ্যন্তরীণ কাজ চলমান রয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব পক্ষের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
কর্মশালায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

