নিউজ ডেস্ক
নরসিংদী জেলা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর শিশু একাডেমিতে ২১ জুন শনিবার সকাল হতে চলমান জেলা বিএনপির পরিচিতি সভায় অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল দেখার মত।
শিশু একাডেমি মিলনায়তনের ভিতরে চলছিল জেলা বিএনপির নবগঠিত কমিটির আলোচনা সভা আর বাহিরে উচ্ছ্বসিত নেতাকর্মীগণ।

বিএনপির জেলা অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে শিশু একাডেমি হয়ে উঠে প্রাণবন্ত। এসময় জেলা বিএনপির নেতা যুবদলের সাবেক সভাপতি মুহসীন হোসেন বিদ্যুৎ নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব দলের সহ. সভাপতি নাসিক আহমেদ আনন্দ, জেলা যুবদলের সহ সাংগঠনিক ফয়সাল চৌধুরী সনেট, সাবেক ছাত্র নেতা জাহিদুল হাসান ঝাপ্পি, জেলা যুবদলের সহ. ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিউল আলম প্রমূখ।

উল্লেখ্য, নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী এর সঞ্চালনায় পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি খাইরুল কবীর খোকন ও সেক্রেটারী আলহাজ্ব মনজুর এলাহী, জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি সাবেক এমপি সরদার সাকাওয়াত হোসেন বকুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিসয়ক সম্পাদক জয়নাল আবদিন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল, বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুল, সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাষ্টার, সহসভাপতি ভিপি এম এ জলিল,জেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, সহসভাপতি হারুন অর রশিদসহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ।
