
চলনবিল অধ্যুষিত পাটগ্রাম উপজেলায় কৃষি সেচ সুবিধা উন্নয়নের লক্ষ্যে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যামটি দীর্ঘদিন ধরে পড়ে আছে অকার্যকর অবস্থায়। প্রত্যাশা ছিল কৃষকদের জন্য সারা বছর পানির সরবরাহ নিশ্চিত করা, কিন্তু বাস্তবে তা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হয় ২০২3 সালের মাঝামাঝি। নির্মাণের পরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ড্যামটির কার্যকারিতা মাঠপর্যায়ে এখনো প্রতিফলিত হয়নি।
কৃষক মো. আবু তাহের বলেন, "আমাদের বলা হয়েছিল, রাবার ড্যাম হলে সেচে আর সমস্যা থাকবে না। এখন দেখা যাচ্ছে, বর্ষা এলে ড্যাম ভরে যায়, আর শুকনো মৌসুমে পানিই থাকে না।" স্থানীয় জনপ্রতিনিধি ও বিশেষজ্ঞরা জানান, রাবার ড্যাম ব্যবস্থাপনায় কারিগরি ত্রুটি, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ও সঠিক সময়ে পানি ছাড়া না হওয়ায় ড্যামটি কোনো সুফল দিচ্ছে না।
পাটগ্রাম উপজেলা কৃষি অফিসার বলেন, "ড্যামটি কার্যকর করতে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করছি। আশা করি অল্প সময়ের মধ্যেই সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।" উল্লেখ্য, এমন একটি প্রকল্প থেকে উপকৃত হওয়ার কথা ছিল হাজারো কৃষকের, যা এখন জনগণের করের টাকায় নির্মিত একটি পরিত্যক্ত অবকাঠামোতে পরিণত হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.