
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার ৪নং ওযার্ড দড়িসোম গ্রামের মরহুম ফটিক মিয়ার বড় ছেলে।
তিনি রবিবার (২২ জুন) দুপুর ১ টা ৩০ মিনিটে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বাদ মাগরীব কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে কালীগঞ্জ জামিল চক্ষু ও জেনারেল হাসপাতালের সামনে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে দড়িসোম সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি ও পেশার শত শত মানুষ অংশ নেন।
তিনি মৃত্যুকালে ২ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কালীগঞ্জ বাজারের একজন সফল পোলট্রি ফিড ব্যবসায়ী ছিলেন। তিনি কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সদস্য ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবিরের মৃতুতে কালীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি মো. জাকারিয়া আল মামুন, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. নোমান, কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. গাফফার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক (শিশির), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.