
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ও ব্রিগেডিয়ার জেনারেল অবঃ প্রফেসর ডা. সাইফুল ইসলাম বাদল এর সার্বিক সহায়তায় প্রান্তিক পর্যায়ের দরিদ্র ও অসহায় ২৭জন চক্ষু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জানাগেছে,ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইফুল ইসলাম বাদল ফাউন্ডেশনের উদ্যোগে এসকল চক্ষু রোগীদের বিনামূল্যে যাতায়াত, খাওয়া, থাকা, অপারেশনসহ ঔষধ ও চশমা দেওয়া হয়।
এর আগে গত ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চক্ষু শিবিরে অসহায় চক্ষু রোগীদের বাছাই করে জটিল রোগীদের উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । ২১জুন সকালে বাসযোগে বাছাইকৃতদেরকে ঢাকা নেওয়া হয়।
পরে রোববার (২২ জুন) বিকেলে ঢাকা বৃষ্টি আই হসপিটালে চোখের অপারেশন সম্পন্ন করেন। হাসপাতালে চিকিৎসা শেষে তাদেরকে স্ব- স্ব বাড়িতে পৌঁছে দেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরা আন্ধারিয়া পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও লাল মিয়া বলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইফুল ইসলাম বাদল তার অর্থায়নে আমাদের চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমরা এখন আগের মতোই চোখে দেখতে পারছি। তার এ সহায়তায় কৃতজ্ঞতা জানান তারা। স্থানীয়রা বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইফুল ইসলাম বাদল এর মহানুভবতায় চোখের আলো হারানো প্রান্তিক মানুষের জন্য চিকিৎসায় অসহায়রা আশার আলো পেয়েছে । যার দরুন চক্ষু রোগীরা চিকিৎসার সুযোগ পেয়ে তারা নতুন জীবন ফিরে পেয়েছেন।
বিএনপির নেতা ইলিয়াস রব্বানি রিয়াজ বলেন, বাছাইকৃত রোগীদের ছানি অপারেশন ও লেন্স লাগানো, চশমা দেওয়াসহ রোগীদের যাবতীয় খরচ প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইফুল ইসলাম বাদল।রোগীদের বিদায় কালে উপস্থিত ছিলেন ,জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাকের আহমেদ শাহিন,পৌর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.