
DRB News Rangpur ও Morning Post–এর পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মো. মুবাশ্বির ইজায মুর্শিদ–এর নামে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ‘Abir Mohamod’ নামক একটি ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হয়। এতে পেশাগত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় ভুক্তভোগী সাংবাদিক আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। সাংবাদিক মো. মুবাশ্বির ইজায মুর্শিদ বলেন, “একটি স্বার্থান্বেষী মহল আমার সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি পাটগ্রাম ও শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি এবং প্রাথমিক তদন্ত করেছি। বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় অভিযোগকারীকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।” উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো, মানহানিকর অপপ্রচার এবং উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা দণ্ডনীয় অপরাধ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.