
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী বেলাই বিলে বিভিন্ন প্রজাতির দেশী মাছের পোনা অবমুক্ত করেছেন উপজেলা প্রশাসন সোমবার (২৩ জুন) সকালে উপজেলার ঐতিহ্যবাহী বেলাই বিলের বক্তারপুর ইউনিয়নাধীন নলী ব্রিজ, নাগরী ইউনিয়নের শিমুলিয়া ও জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রুই, কাতল, মিরকা, গ্রাসকাফ, কারপু, পুটিসহ বিভিন্ন প্রজাতির ৩ হাজার পিস এবং কৈ ও শিং ৫০ হাজার পিসসহ বিভিন্ন প্রজাতির দেশী মাছের প্রায় ৫৫ হাজার মাছের পোনা অবমুক্ত বিগত ১৮ জুন রোজ বুধবারে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন এর বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, আতিকুর রহমান (ফারুক), কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্মতা মো: ইসমাইল হোসেন সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আজ ২৩ জুন রোজ সোমবার দুপুরে বক্তারপুর ইউনিয়ন নলী ব্রীজ এর পূর্ব পাশে ৪ মন মাছের পোনা অবমুক্ত করেন, এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন এর কর্মকর্তা বৃন্দ,কালীগঞ্জ উপজেলা মৎস্য প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন কিছু মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই আমরা উপজেলা মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিনে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করছি, এতে করে মাছের চাহিদা মিটাতে পারবে ব'লে আমি আশা করছি, প্রতি বছরের ন্যায় এবছর ও আমরা আমাদের সাধ্য মতন মাছের পোনা অবমুক্ত করছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.