
আজ সোমবার ২৩ জুন গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিএনপি মব কালচার সমর্থন করেনা উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি মব কালচারে বিশ্বাস করে না। সাবেক সিইসিকে এভাবে অবমাননা করা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
তিনি বলেছেন, বিএনপি এ ধরনের ঘটনার পক্ষে দল কখনও অবস্থান নেয়নি। যদি প্রমাণিত হয় যে, দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক শিষ্টাচার ও আইনের শাসনে বিশ্বাসী। ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এ ধরনের হেনস্তার ঘটনায় বিএনপি কোনোভাবেই সমর্থন দেয় না।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.