
ফুলপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভার সদস্য এবং অন্যান্য সুধীজনদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা'র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. তারেক আহম্মেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ্ মাহমুদ জয়, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিনসহ উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য, সাংবাদিক এবং অন্যান্য সুধীজন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.