
নরসিংদী, ২৪ জুন: স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, নরসিংদী সদর উপজেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় সব ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য সহকারীরা যে ছয়টি দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন তা হলো:
১. মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক-সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ
৩. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান
৪. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ
৫. পদোন্নতির সুযোগ ও কাঠামোয় বাস্তবভিত্তিক সংস্কার
৬. মাঠ পর্যায়ের কর্মীদের ন্যায্য মর্যাদা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য সহকারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর শাখার সহ-সভাপতি সোহরাব খান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, এবং স্বাস্থ্য সহকারী সালেহা বেগম ও রোজি ইয়াসমিন।
বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গড়িমসি হতাশাজনক। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে বলেও তারা জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.