
মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৯০-খ অনুযায়ী ২০০৮ সালের ৫ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে নিবন্ধন (নিবন্ধন নম্বর-০১৪) প্রদান করে ইসি। পরবর্তীতে হাইকোর্টে রিট পিটিশন নং- ২০০৯ এর ৬৩০- এর রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সর্বশেষ ২০১৩ সালের ১৩৯ নম্বর দেওয়ানি আপিলের সাথে আপিলের অনুমতির জন্য দেওয়ানি আবেদন নং ৩১১২ নম্বর মামলায় আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.