
ফুলবাড়ীতে সার্বজনীন শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ জুন সকাল ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা অফিসার্স ক্লাবে ফাইট আনটিল লাইট (ফুল) এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম এর সভাপতিত্বে উপজেলার ৩০ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের নিয়ে আজকে সার্বজনীন শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় ফাইট আনটিল লাইট (ফুল) এর বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক কর্মকান্ড গুলোকে তুলে ধরা হয়। আজকে স্কুল গুলোর শিক্ষকগণ নির্ধারিত ফরমে রেজিষ্ট্রেশন করে এবং নির্বাচিত ৩০ টি স্কুলের শিক্ষার্থীরা নিজ স্কুলে প্রতিমাসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। ফাইট আন্টিল লাইট (ফুল) এর পরিচালক মো. আব্দুল কাদের- এর উপস্থাপনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, উপজেলা আইসিটি অফিসার আজমর আবসার, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম সহ আরো অনেক।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.