
৩৩ ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিডিআর স্বাধীন তদন্ত কমিশন। বিডিআর স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, বিদ্রোহ ও হত্যাকাণ্ডে তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীগুলো সময়মত সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং অপরাধ সংঘটনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল। যার ফলে তারা পরিস্থিতি প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।
প্রাপ্ত তথ্য বিশ্লেষণ এবং তদন্ত কার্যক্রমে অধিকতর সাক্ষ্য গ্রহণের জন্য ৩৩ ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উক্ত কমিশন।
বিডিআর স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, পিলখানায় হত্যাযজ্ঞ চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাত মূলক সংবাদ প্রচার করার মাধ্যমে বিদ্রোহকে আরও উসকে দিয়েছে এবং একই সাথে পরিকল্পিত ভাবে সামরিক অফিসারদের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াস চালিয়েছে।
‘রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড এবং অন্যান্য অপরাধ সংঘটন করতে পেরেছে।’বিডিআর স্বাধীন তদন্ত কমিশন আরও জানিয়েছে, ঘটনার সাথে রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত। তবে এই মুহূর্তে নাম বলা যাবে না, তদন্ত শেষে প্রকাশ করা হবে। রাজনৈতিক, সামরিক অফিসার, বিডিআর সদস্য, সংবাদিকসহ ১৫৮ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে আরও ৫০ জনের সাক্ষ্য বাকি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪ জনের সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়েছে তদন্ত কমিশন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.