মোস্তাফিজার রহমান
ফুলবাড়ীতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল ৫টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, মৎস্য অফিসার হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, একাডেমিক সুপার ভাইজার আব্দুস ছালাম, সমাজ সেবা অফিসার, শিমুল বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম সোহেল,কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম বড় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বাবুল ইসলাম কাশিপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম শিমুলবাড়ী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বেলাল হোসেন সহ আরো অনেকে।
সভায় আপদ ও দূর্যোগে বিপদাপন্নতা কমাতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি, কমিটি পূন:গঠন, অধিকতর ক্ষতিগ্রস্থ এলাকায় বিশেষ কমিটি গঠন এবং কমিটিতে তরুণ সমাজের সম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে সভাটি অনুষ্ঠিত হয়। এছাড়াও যুবরা নিম্নোক্ত বিষয়গুলো বাস্তবায়নের জন্য দাবি তুলে ধরেন। যেমন- আশ্রয়কেন্দ্রগুলোতে নারীবান্ধব পরিবেশ যেমন নারীদের জন্য আলাদা ও স্বাস্থ্যকর টয়লেট থাকা।ব্রেস্টফিডিং কর্ণার স্থাপন করা। আশ্রয়কেন্দ্রে নিরবচ্ছিন্ন আলোর ব্যবস্থা রাখার জন্য সোলার স্থাপন করা। প্রকৃত ক্ষতিগ্রস্থ মানুষকেই ত্রাণ ও পূনবার্সন কার্যক্রমে সম্পৃক্ত করা। কমিটিতে তরুণ সমাজের অংশগ্রহণ বৃদ্ধির সুযোগ তৈরী করা। ধরলা নদী ফিজিবিলিটি স্টাডি করার জন্য জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন পাঠানো। যাতে ধরলা নদী ড্রেসিং করা হয় এবং নদী-ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। যুবদের জন্য কর্মমূখী প্রশিক্ষণ এর ব্যবস্থা করা। আশ্রয়কেন্দ্রগুলোর রাস্তাঘাট সংস্কার করা ও কমিটির কার্যক্রম সচল করার জন্য উদ্যোগ গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে দাবি তুলে ধরা হয়।

