
নরসিংদীর শিলমান্দীতে মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরুধী আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়েছে শিলমান্দী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে।

২৫ জুন বুধবার বিকালে নরসিংদী জেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক কামরুজ্জামান সরকার জয়ের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা আক্তার শেলি, পরিষদের সদস্য সালাহ উদ্দিন সালু, বদিউজ্জামাল বদু, মো. মঙ্গল মেম্বারসহ পরিষদের মহিলা সদস্য রিনা বেগম।
সচেতনামূলক বক্তব্য রাখেন পাচদোনা ইউনিয়ন প্রাশাসনিক কর্মকর্তা মো. লোকমান হোসেন, শিলমান্দী ইউনিয়ন পরিষদের প্রাশাসনিক কর্মকর্তা জুলহাজ উদ্দিন সরকার, সাংবাদিক ওমর ফারুক, সামাজিক ব্যাক্তিত্ব মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, যুবদল নেতা সাদ্দাম হোসেনসহ আরো অনেকে।
বক্তব্যে আলোচকগণ মাদকের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে বলেন, তার মরণ ছোবল এমনভাবে প্রতিটি মহল্লায় পৌঁছে গেছে এখন সচেতন না হলে আমাদের নিজেদের পরিবারেই এর ধ্বংসাত্মক ছোবল মারবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.