হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জে বিশ্ব পরিবেশ ও তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবস দুইটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার রাজকুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, উপজেলা প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. খোকন রানা, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহম্মেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমান, উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক মো. আজিজুল ইসলাম প্রমূখ। পরে একটি র‌্যালিটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে।