
বাগেরহাটের রামপালে নানান আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। "প্লাস্টার দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস পালন করা হয়।
বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় রামপাল উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাদাবন সংঘ ও রূপান্তরের যৌথ আয়োজনে এ দিবসের কর্মসূচি তুলে ধরা হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে এ উপলক্ষে র্যালি, বেলার পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আপ্তাব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি ও বেলার নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, প্রেসক্লাব রামপালে সহসভাপতি ও বেলার নেটওয়ার্ক সদস্য এ, এইচ নান্টু, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, বাদাবন সংঘের প্রোগ্রাম এসোসিয়েট তারমিন সুলতানা, সেন্টার ম্যানেজার লামিয়া খাতুন, প্রেসক্লাব রামপালের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, লায়লা সুলতানা, হারুন শেখ, পবিত্র কুমার, রাসেল আব্দুল্লাহ, রূপান্তরের ইয়োথ ফোরামের এফএফসিআরজে'র সভাপতি মো. মাহাফুজ, দপ্তর সম্পাদক নাইমা আফরিন মিম, নির্বাহী সদস্য অর্ণব মন্ডল, তীর্থ সলিল ঠাকুর প্রমুখ।
অনুষ্ঠানে রূপান্তরের পক্ষে পাটের ব্যাগ বিতরণ করা হয়। উপজেলা চত্তরে এ সময় প্লাষ্টিকের ব্যবহার ও এর ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা এবং এর ব্যবহার নিরুৎসাহিত করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.