নিউজ ডেস্ক
বৃহস্পতিবার ২৬ জুন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে ১৪৭টি রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দলের আবেদন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আবেদন জমা দিয়েছে দলগুলো।
আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন পাওয়া গেছে। তিন দলের একাধিক আবেদন থাকায় ১৪৪টি দল আবেদন করেছে। দলগুলো আবেদন প্রাথমিক পর্যালোচনার জন্য ২০ জন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে এবার প্রতীকের সংখ্যা বাড়বে বলেও নিশ্চিত করেন তিনি।
ভোটার তালিকা নির্ধারণের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবে তা নির্বাচন কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবেন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এছাড়াও ৭৬টি আসনের সীমানা পুনঃনির্ধারণ চেয়ে আবেদন এসেছে বলেও নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। তিনি বলেন, এখন আবেদনগুলোর পর্যালোচনা চলছে।

