বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিঠামইন উপজেলার প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অর্থায়নে রবিবার  উপজেলা সন্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এসকল সামগ্রী বিতরণ করেন, জেলা প্রশাসক ও যুগ্মসচিব ফৌজিয়া খান। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও যুগ্ম সচিব।

প্রথমে সেলাই প্রশিক্ষণর্থীদের মাঝে সেলাই মেশিন, ছাএ ছাএীদের মাঝে স্কুল ব্যাগ, বাইসাইকেল, ফুটবল সহ প্রতিবন্ধীদের মাঝে হুইল  চেয়ার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিতরণ সভায় আলোচনায় অংশ নেয়, উপজেলা প্রকৌশলী ফায়জুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদীকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম অপু, মোখলেছুর রহমান ভূইয়া (চেয়ারম্যান), তাজুল ইসলাম (চেয়ারম্যান), লুৎফর রহমান রুবেল (চেয়ারম্যান), একাডেমি সুপার মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, মিঠামইন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর পূর্বে জেলা প্রশাসক মিঠামইন থানা, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ এইস,এস,সি,পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ হাজার চারা বিতরণ করেন।এবং উপজেলা পরিষদের গাছের চারা লাগান।