মোঃ জিয়াউল হক
বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনা জামালুল কুরআন কর্তৃক পরিচালিত ‎সিদ্দিকিয়া আয়শা ও নেছাব হিফ্জ মাদ্রাসা থেকে গর্বের একটি মুহূর্ত। ‎ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৯ জুন।

‎১০ পারা গ্রুপে সারা বাংলাদেশ থেকে আগত হাজার হাজার ছাত্র কে পিছনে ফেলে নির্বাচিত শীর্ষ তিন জনের মধ্যে।‎হিফজুল কুরআন প্রতিযোগিতার পাশাপাশি কেরাত গ্রুপে বিজয়ী প্রথম স্থান অর্জন করেছেন, মোহাম্মদ জোবায়ের আহমেদ।‎‎

জাতীয় পর্ব শেষে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ‎যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন,‎‎বিশেষ অতিথি ছিলেন বাইতুল মোকাররমের খতিব জনাব আব্দুল মালেক সাহেব দা: বা: ‎এ প্রতিযোগিতায় থানা, জেলা, বিভাগীয় ও জাতীয় চারটি ধাপ পেরিয়ে এই সাফল্য এসেছে।‎

এটি কেবল আমাদের মাদ্রাসার নয়, বারহাট্টা তথা সারা বাংলাদেশের হিফ্জ শিক্ষার অগ্রযাত্রার প্রতিফলন।‎‎আমাদের সকল ছাত্রদের জন্য দোয়া চাচ্ছি,‎আল্লাহ যেন তাদেরকে কুরআনের আলো দিয়ে দুনিয়া ও আখিরাতে নূরবান করে দেন।