
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাদেকপুর ইউনিয়নের খাকচাইল গ্রামের ধন মিয়া ও শাহ আলমের নেতৃত্বে একটি চক্র ফসলি জমি থেকে অবাধে মাটি কাটছে। এবিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ মিয়া গত ২২শে জুন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এতে তিনি উল্লেখ করেন স্থানীয় মৃত শামসু মিয়া ছেলে ধন মিয়া, মৃত ছিদ্দিক মিয়ার ছেলে শাহ আলম, নজত আলীর ছেলে আলম মিয়া, মৃত বন্ধে আলীর ছেলে শামীম, সামসু মিয়ার ছেলে মাসুদ মিয়া, আবদুল মন্নাফের ছেলে নিজাম উদ্দিনসহ এই চক্রটি ১২০ শতক ফসলি জমির মাটি কেটে পাড় বাধে। নাল জমি থেকে গভীর করে অবৈধ ড্রেজার দ্বারা মাটি কাটার পরিকল্পনা করছে।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, রাতের অন্ধকারে বেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার পায়তারা করছে। এতে পার্শ্বাবর্তী জমি ও ফসলের ব্যপক ক্ষতি হবে। অভিযোগে আরো বলা হয়, অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী, দাঙ্গাবাজ, লাঠিয়াল, উশৃংখল ও ক্ষমতাধর ব্যক্তিবর্গ। তাদের ভয়ে এলাকার নিরীহ মানুষ কেউ কথা বলার সাহস পায় না।
এবিষয়ে কৃষক ফিরোজ মিয়া বলেন, ফসলি জমি থেকে যেনো বেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে নিতে না পারে এবং তা বন্ধের জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এসিল্যান্ড বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছি। স্থানীয়রা জানান, ড্রেজার দিয়ে এই ভাবে ফসলি জমি থেকে মাটির কাঁটা হলে আমরা আর এই জমি চাষ করতে পারবো না। অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাঁটা বন্ধের দাবী জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.