নিউজ ডেস্ক

নরসিংদীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নরসিংদী।

জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে ২ জুলাই বুধবার দুপুরের দিকে অরবিট রেস্টুরেন্ট হতে গোপন সংবাদের ভিত্তিতে।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের সময় সে ছাত্র-জনতার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ছবি সংগ্রহ করে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করতো। রায়পুরা থানায় তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

এব্যাপারে নরসিংদী ডিবির ওসি আবুল কায়েস আকন্দ মোবাইল ফোনে প্রতিনিধিকে বলেন, আমরা শ্রীনগর ইউনিয়ন  ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদাধিকারী মামুন মোল্লাকে নরসিংদীর অরবিট রেস্টুরেন্ট হতে গ্রেফতার করি।

তার নামে রায়পুরা থানায় মামলা আছে এবং সে ওয়ারেন্টের আসামী।তাকে গ্রেফতার এর সময় ডিবি ওসি আবুল কায়েস আকন্দ ও এসআই সাইফুল ইসলাম ছিলেন। আনুমানিক ২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।