নিউজ ডেস্ক

আমরা সংখ্যালঘু শব্দটা পছন্দ করিনা; যারা এদেশে জন্ম গ্রহণ করেছে তারা সবাই এদেশের নাগরিক। এদেশের যা কিছু আছে সবই ভোগ করার অধিকার রাখেন। এখানে সংখ্যালঘু শব্দটা অযৌক্তিক।


আমরা জন্মের পর হতেই দেখছি, এদেশে সকল ধর্মের মানুষ একসাথে ধর্ম পালন করে আসছে। আপনারা দেখছেন, স্বাধীনতার চোয়ান্ন বছরে খুন-গুম, চাদাবাজি ছিল এখনো আছে। যেই নরসিংদী তাতের নগরী সেই নরসিংদীতে অহরহ খুন হচ্ছে অবৈধ অস্ত্র দিয়ে খুন হচ্ছে। এগুলো কারা আনছে এগুলো জানতে হবে আপনাদেরই প্রতিবাদ করতে হবে।

জাতীয় নাগরিক পার্টি সন্ত্রাসী, চাদাবাজির বিরুদ্ধে। এনসিপি কখনো দাঙ্গা-হাঙ্গামা পছন্দ করেনা। তাই নতুন রাজনৈতিক দলের সাথে আপনারা থাকবেন; সমর্থন দিবেন।


নরসিংদীতে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে নরসিংদী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল এর সংগঠক এড. শিরিন আক্তার শেলি তার বক্তব্যে এসকল কথা বলেন।


দুসরা জুলাই বুধবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে তাকে অতিথি হিসেবে ফুল দিয়ে গ্রহণ করে নেয় আয়োজকবৃন্দ নরসিংদীর হেমেন্দ্র সাহার মোড়স্থ সেবসংঘের একটি মন্দিরে।তিনি এসময় তাদের সনাতন ধর্মাবলম্বী উপস্থিত নারী পুরুষের সার্বিক বিষয়ে খবরাখবর নেন এবং ঐ অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।


এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার নবগঠিত সমন্বয়কারী কমিটির যুগ্ম সমন্বয়কারী আবির মৃধা, জেলা সদস্য হাবিবুর রহমান হাবিব, ওমর ফারুক সামিয়া সরকার। নরসিংদী সদর উপজেলা নবগঠিত সমন্বয়কারী কমিটির সমন্বয়কারী নূর হোসাইন, যুগ্ম সমন্বয়কারী শফিকুল ইসলাম।গণতান্ত্রিক ছাত্র সংসদ এর ছাত্র প্রতিনিধি আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমালসহ আরো অনেকেই।