মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্লাস্টিকের ব্যবহার কমাই, বিকল্প ব্যবহার করি এই স্লোগানকে সামনে রেখে এন্টি-প্লাস্টিক ব্যবহার বন্ধে ক্যাম্পেইন ও মত বিনিময় করা হয়েছে।

বৃহঃপতিবার (৩ জুলাই) সকাল এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এক্টিভিস্টা কুড়িগ্রামের বাস্তবায়নে প্লাস্টিকের ব্যবহার কমাই, বিকল্প ব্যবহার করি এরই লক্ষ্যে ক্যাম্পেইন মতবিনিময় ও গণস্বাক্ষর নেয়া হয়েছে।

উপজেলার ফুলবাড়ী বাজার বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন,বড়ভিটা বাজার বনিক সমিতির সভাপতি আজিজার রহমান মাস্টার ও কার্যনির্বাহী কমিটির সদস্য এরশাদুল হক, এবং খড়িবাড়ী বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল লতিফ হোসেনের সাথে মতবিনিময় শেষে উপজেলার বিভিন্ন বাজারে গণস্বাক্ষর নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,উদয়াঙ্কুর সেবা সংস্থার(ইউএসএস)
এর স্পন্সরসীপ অফিসার প্রার্থনা হালদার, একশন এইড বাংলাদেশ-এর প্রতিনিধি সিদরাতুল মুনতাহা, উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস)এর প্রোগ্রাম অফিসার নুরননবী ইসলাম, এক্টিভিস্টা কুড়িগ্রাম- এর প্রতিনিধি মারুফ শেখ সহ
এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য গণ।

আজকের এই মতবিনিময় গণস্বাক্ষরের মাধ্যমে মানুষের মাঝে জনসচেতনতা তৈরী হবে যা পরিবেশ দূষণ রোধে অবদান রাখবে বলে তরুণরা আশাবাদী ।