
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিপুল পরিমান যৌন উত্তেজক ট্যাবলেটসহ উছমান গনি (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার চৌদার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেটসহ উছমান গনি (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত যুবক চৌদার উত্তরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। উদ্বারকৃত যৌন উত্তেজক ট্যাবলেটের বাজার ম‚ল্য ৭৫ হাজার টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।জানা যায়, উছমান গনি দীর্ঘদিন যাবত অবৈধ বিভিন্ন ব্যান্ডের যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রি করে আসছে।
অন লাইনে যৌন উত্তেজক বিজ্ঞাপন দিয়ে উঠতি বয়সি যুবকদের আর্কষিত করে, দেশের বিভিন্ন জায়গায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকেন।ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে উছমান গনির বিরুদ্ধে মামলা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.