
বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বাগেরহাট যুব ফোরামের আয়োজনে এবং VSO Bangladesh-এর সহযোগিতায় মোরেলগঞ্জে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে মোরেলগঞ্জের এ.সি. লাহা স্কুল মাঠে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী খেলাটি ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ম্যাচে অংশ নেয় কুঠিবাড়ী একাদশ ও জুনিয়র ক্রীড়া সংঘ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কুঠিবাড়ী একাদশ ৩-০ গোলে জুনিয়র ক্রীড়া সংঘকে পরাজিত করে জয় লাভ করে। খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুব ফোরামের সেক্রেটারি মাশরাফি মজিদ আকিব, ভাইস প্রেসিডেন্ট সবুজ ফরাজি, জয়েন্ট সেক্রেটারি রাজিন শেখ, সদস্য তাকাফুল ইসলাম নাঈম ও মাশরাফি হাসান সানি প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়, যা আয়োজনে পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সচেতনতার অনন্য বার্তা যুক্ত করে। খেলাটি পরিচালনায় সার্বিক তত্ত্বাবধান করেন মোঃ মাসুম। আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.