
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী লাঠি খেলার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে এই লাঠি খেলা। ঐতিহ্যবাহী এই খেলাটি দেখার জন্য আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষজন এসে জড়ো হন।
রবিবার বিকেলে শহরে নয়নপুর এলাকার সরকার বাড়ি থেকে জড়ো হয়ে পুনিয়াউট (মন্ত্রী বাড়িস্থ) কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামলের বাসভবনে সামনে এসে শুরু হয় এই ঐতিহ্যবাহী খেলা। দীর্ঘক্ষণ এই খেলাটি সেখানে অনুষ্ঠিত হয়।
পরে একটি শোভাযাত্রা ও মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলায় রামদা হাতে নিয়ে একজনের বুকে লাউ রেখে আঘাত করে লাউটি কাটা হয়। এসময় বিভিন্ন ধরনের খেলাও অনুষ্ঠিত হয়।পাশাপাশি তালে তালে বাজানো হয় ঢোল।

