মোঃ জিয়াউল হক
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এইচএসসি সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সোমবার (৭ জুলাই ২০২৫) ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয় টি নিশ্চিত করেছেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) শামীমা আফরোজ।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালীন বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে ১০ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিলো। তারাও বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।জানা যায় আজ ছিলো তথ্য ও যোগাযোগ বিষয়ের পরিক্ষা।
লিখিত পরিক্ষা শেষ করে নৈবিত্তিক প্রশ্নের ছবি তুলে বাহিরে পাঠিয়ে সমাধান করে আবার মোবাইল দেখে নকল করছিলো এই তিন শিক্ষার্থী । এই সময় তিনটি রুম থেকে ৩ জন কে মোবাইল সহ হাতে নাতে ধরে তাদের বহিষ্কার করা হয়েছেবারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তিন জন শিক্ষার্থী মোবাইল দেখে পরিক্ষা দিচ্ছিলো। এই তিন জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তারা এই বছর কোন পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তিনি আরও জানান তাদের ফোন গুলো জব্দ করা হয়েছে। কক্ষ পরিদর্শকদের ব্যপারে কোন সিন্ধান্ত হয়েছে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, কক্ষ পরিদর্শকদের ব্যপারে এখনও কোন সিন্ধান্ত হয়নি।

