
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন জেলা শাখার নেতৃবৃন্দরা।
জেলা কমিটির সভাপতি ও আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সভাপতি মো. রুবেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি ও সাবেক জেলা সভাপতি আরশাদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক ও নাসিরনগর উপজেলা আহ্বায়ক আলী আকরাম খন্দকার স্বপন, চট্টগ্রাম বিভাগের সহ-মহিলা সম্পাদিকা ও বিজয়নগর উপজেলা সভাপতি তাছলিমা খন্দকার প্রমুখসহ আরও অনেকে।
এসময় বক্তারা ছয় দফা দাবি তুলে ধরে বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে স্বাস্থ্য সহকারীদের মর্যাদা, বেতন কাঠামো এবং ক্যারিয়ার উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, “৬ দফা দাবি শুধু চাকরি উন্নয়ন নয়, স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখা হাজারো মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার।
কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দরা তাদের ছয় দফা দাবির বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.