নিউজ ডেস্ক

চাদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে নরসিংদী বাজার বণিক সমিতির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই শনিবার সকালে বাজারের জুতোপট্টিতে বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের নেতৃত্বে চাদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে নরসিংদী বাজার বণিক সমিতি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।


এসময় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহানশাহ শানু, নরসিংদী বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোতালিব ভুইয়া, বাজার বণিক সমিতির পরিচালক মুরাদ হোসেন,ফল বাজার সমতির সাধারণ সম্পাদক সুজন শাহা, বাজার বণিক সমিতির পরিচালক আসলাম ভুইয়া, বাজার প্রতিরক্ষা কমিটির পরিচালক জীবন সাহাসহ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও নরসিংদী বাজারের ব্যবসায়ীবৃন্দ।

জানা যায়, ১১ জুলাই শুক্রবার নরসিংদী বড় বাজারের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাজারের দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী বাজারের সুতাপট্টির মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর বাজারে সকল দোকান-পাট বন্ধ হয়ে য়ায়।

সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী রাকিব সরকার নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের ছেলে। অপরদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে তারা হলেন, নরসিংদী সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হান্নান সরকারের ছেলে, বাজারের ইজারাদার সিজার সরকার ও তার অনুসারী সাটিরপাড়া এলাকার সবুজসহ অজ্ঞাত ১০/১২ জন। এই হামলার প্রতিবাদে শুক্রবার সারাদিন নরসিংদী বাজার সকল দোকান বন্ধ করে দেয়।
এসময় বক্তারা তাদের বক্তব্যে চাদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান। নিরাপত্তার স্বার্থে প্রতিটি দোকানে বাঁশি ও একটি লাঠি রাখার জন্য বক্তারা সবাইকে নির্দেশনা প্রদান করে।