
ব্রাহ্মণবাড়িয়ায় চুরি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদী পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সরাইল উপজেলার দেওড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মাহবুব খান বাবুল, ভোক্তাভুগীদের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম হোসেন, সাহাদ আলী, আল আমীন, নাসির।
হাবিবুল হক রাজ্জির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিট পুলিশ অফিসার আব্দুর রশিদ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আক্তার হোসেন ভুইয়া,ফজলে রাব্বি চপল,নুরুজ্জামান জাবেদ প্রমুখ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন। সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আকরাম খান।
গ্রামবাসীর উদ্যোগে আয়োজনে একত্বতা প্রকাশ করেন দেওড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, বন্ধন যুব সংগঠন, মিতালী সমাজ কল্যাণ সংঘ, একতা সমাজ কল্যাণ সংঘ,প্রভাতী সমাজসেবা সমিতি,দূরন্ত পথিক সমাজকল্যাণ সংঘ,ভুঁইয়া ফাউন্ডেশন, দেওড়া ফুটবল একাডেমি, গরীব গায়েজ,নব দিগন্ত যুব সংঘ,ব্রাদার্স ফাউন্ডেশন, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য ও সাধারণ জনতা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.