
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পিনুর মোড়ের খুচরা সার ব্যবসায়ী মো. বাদশা মিয়ার দোকারন ঘর হতে ১৩৪ বস্তা টিএসপি সার জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালরে নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. জসিম উদ্দিন। গত সোমবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে তার দোকান ঘরে মজুদ করে রাখার অপরাধে সারগুলো জব্দ করে। পরে উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবিরের তত্ত্বাবধানে রাখা হয়।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার গাইবান্ধা বাফার গোডাউন হতে সুন্দরগঞ্জের সোনারায় ইউনিয়নের বিসিআইসির ডিলার ননি গোপাল সরকার ও রামজীবন ইউনিয়নের ডিলার প্রদীপ চন্দ্র সরকার বরাদ্দকৃত টিএসপি সার উত্তোলন করে একই ট্র্যাকে নিয়ে আসে। ডিলার ননি গোপাল সরকার তাঁর সারগুলো সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারের গোডাউনে মজুত করে। ডিলার প্রদীপ চন্দ্র সরকার ১৩৪ বস্তা সার তার গোডাউন রামজীবন ইউনিয়নের ডোমেরহাট বাজারের গোডাউনে মজুদ না করে দহবন্দ ইউনিয়নের পিনুর মোড়ের খুচরা সার ব্যবসায়ী বাদশার দোকান ঘরে মজুদ করে। সারগুলো কালোবাজারে বিক্রির লক্ষে মজুদ করা হয়েছে মর্মে খবরের পেয়ে নিবার্হী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে। দোকানের মালিক না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভাব হয়নি।
ডিলার প্রদীপ চন্দ্র সরকারের ম্যানেজার জয়ন্ত বাবু বলেন, তার গোডাউনে জায়গা না হওয়ায় পিনুর মোড়ের বাদশার দোকান ঘরে রাখা হয়েছে। সারগুলো কোথাও বিক্রি করা হয়নি। খুচরা সার বিক্রেতা বাদশা মিয়ার মোবাইল ফোন বন্ধ এবং দোকানে না থাকায় তার মতামত নেয়া সম্ভাব হয়নি।
উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির বলেন, গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সারগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে সারগুলো তাঁর তত্ত্বাবধানে রয়েছে। তিনি আরও বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক জব্দকৃত সারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.