
কিশোরগঞ্জের মিটামইন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকাল ১১ টায় পারফরম্যান্স ব্যাজড গ্ৰেন্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক এর শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিটামইন উপজেলা নিবার্হী কর্মকর্তা খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান। আলোচনায় অংশ নেয় উপজেলা একাডেমী সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী ফাইজুর রাজ্জাক, মোঃ মোবারক হোসেন,( সুপার মহিষের কান্দি মাদ্রাসা)।
এছাড়া ও শিক্ষার্থীদের মাঝে আলোচনায় অংশ নেয়, বৃষ্টি রানী বৈষ্ণব,সিদরাতুল মুক্তাহা (সুরমা) , গুরু দয়াল কলেজ কিশোরগঞ্জ। তকবির হোসেন কিশোরগঞ্জ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে সভাপতি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.